ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে চালু হতে যাচ্ছে ‘ই-মোবাইল কোর্ট’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
কেরানীগঞ্জে চালু হতে যাচ্ছে ‘ই-মোবাইল কোর্ট’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে চালু হতে যাচ্ছে ‘ই-মোবাইল কোর্ট’ ও ‘কেরানীগঞ্জ অনলাইন গভর্নমেন্ট লিজ ম্যানেজমেন্ট সিস্টেম’।

 

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) আয়োজনে ‘ট্রেনিং প্রোগ্রাম অন ই-গভর্নেন্স অ্যান্ড আইসিটি ইনফ্রাস্ট্রাকচার ফর ইমপ্লিমেন্টেশন অব ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক প্রশিক্ষণের আওতায় মাঠ দর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন- কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ ও উপজেরা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান।

এছাড়াও বিআইএমর কো-অর্ডিনেটর এস এম আরিফুল ইসলাম, বিআরটিএর পরিচালক (অপারেশন) সিতাংসু শেখর বিশ্বাস, বাংলাদেশ নৌ বাহিনীর পরিচালক (তথ্য ও প্রযুক্তি) নুরুল ইসলাম শরীফ, বিজিবি মেজর মোহাম্মদ কবির কিবরিয়া, পুলিশের সিনিয়র এএসপি মাকসুদা আক্তার, পুলিশের সিআইডি বিভাগের সিনিয়র এএসপি হাসিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেলের পারভেজুর রহমান জুমন ও দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের অঞ্জন কুমার সরকার প্রমুখ।

সভায় সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন বলেন, সরকার বাংলাদেশকে ডিজিটালাইজেশনের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এ লক্ষে শিগগিরই কেরানীগঞ্জে চালু হতে যাচ্ছে ‘ই-মোবাইল কোর্ট সিস্টেম’।

কেরানীগঞ্জের (ইউএনও) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বর্তমানে মোবাইল কোর্টে কারও সাজা হলে তার আপিল করতে ১৫/১৬ দিন সময় লেগে যায়। কিন্তু ‘ই-মোবাইল কোর্ট সিস্টেম’ চালু হলে এ জটিলতা আর থাকবে না। এর মাধ্যমে একজন ম্যাজিস্ট্রেট ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রসিকিউশন পেপার পূরণ করবেন।

ফলে ২ দিনের ভেতর আসামিপক্ষের লোকজন মামলার নকল পেয়ে যাবেন এবং আপিল করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।