ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিমন্ত্রীর আশ্বাসে টেলিটক কর্মীদের আন্দোলন প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
প্রতিমন্ত্রীর আশ্বাসে টেলিটক কর্মীদের আন্দোলন প্রত্যাহার

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা।
 
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে গুলশানে টেলিটকের প্রধান কার্যালয়ে আন্দোলকারীদের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেন তারানা হালিম।


 
গত বছরের জুলাই থেকে শতভাগ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা সোমবার থেকে প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি শুরু করেন।

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছিলেন কর্মীরা। এতে দেশের বিভিন্ন স্থান থেকে কর্মীরা যোগ দিয়েছেন।
 
প্রতিমন্ত্রী বাংলানিউজকে বলেন, আগামী কয়েক মাসের মধ্যে টেলিটক কর্মীদের বেতন-ভাতা একশ’ শতাংশ ক্রমান্বয়ে বৃদ্ধি করা হবে।
 
২০১১ সালে একবার বেতন বেড়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এখন ৫০ শতাংশ বেড়েছে। আমি বলেছি ৩/৪ মাস সময় দেন। গ্রাহক সেবা বিঘ্নিত করার মতো মানসিকতা যেন না থাকে। গ্রাহকদের জিম্মি করা যাবে না।
 
তিনি বলেন, টেলিটককে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। এখন কাজ করার সময়, আন্দোলন করার সময় নয়। গ্রাহক ক্ষতি পুষিয়ে দিতে তারা আগামী শুক্র শনি অফিস খোলা রাখব।

টেলিটক কর্মীরা জানান, দীর্ঘ দিন ধরে আন্দোলনের মধ্যে প্রতিমন্ত্রী দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে ২৩ আগস্টে শতভাগ পর্যন্ত বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত দেওয়ায় আন্দোলন থেকে সরে আসেন। কর্মবিরতির ক্ষতি পুষিয়ে দিতে ২৭ আগস্ট সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করেন তারা।
 
কিন্তু গত ৬ সেপ্টেম্বর টেলিটকের পরিচালনা পর্ষদের সভায় ভাতা ব্যাতিরেকে মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়, যা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ন্যায় জুলাই ২০১৫ সালের পরিবর্তে সেপ্টেম্বর ২০১৬ থেকে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে বিভিন্ন পদে বাৎসরিক ইনক্রিমেন্ট হার কমানো হয়।
 
টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা এই সিদ্ধান্ত প্রত্যাখান করে গত বছরের জুলাই থেকে বেতন-ভাতা শতভাগ পর্যন্ত বৃদ্ধি করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।