সাভার, ঢাকা: সাভারে দু’টি গ্রামের বিভিন্ন বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া ও শোভাপুর গ্রামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৪০ জন শ্রমিকের একটি দল অংশ নেয়।
এ ব্যাপারে তিতাস গ্যাসের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ওই এলাকার তিন শতাধিক পরিবারের মধ্যে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়েছে। এসময় রাইজারগুলো খুলে নেওয়া হয়। পর্যায়ক্রমে সাভারে সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকালে এসময় উপস্থিত ছিলেন- তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, তিতাস গ্যাস অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী হাদী আব্দুর রহিম, মমতাজুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক আনিছুজ্জামানসহ অন্যরা।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এএটি/এসএনএস