ঠাকুরগাঁও: প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় সাবেক পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে গণ সংবর্ধনা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
এর আগে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও পৌঁছান রমেশ চন্দ্র সেন।
এসময় তিনি বলেন, ‘সব দ্বিধা দ্বন্দ ভুলে সবাইকে এক হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। ’
তিনি বলেন, ‘২০০১ সালে এই এলাকার মানুষ আমাকে নির্বাচিত না করলে আমি মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য হতে পারতাম না। ’ এজন্য ঠাকুরগাঁওবাসীকে ধন্যবাদ জানান তিনি।
মন্ত্রী হয়ে এলাকার উল্লেখযোগ্য উন্নয়ন করেছেন রমেশ চন্দ্র সেন আগামীতে বাকী কাজগুলো শেষ করার প্রত্যয় জানান তিনি। এছাড়া তাকে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান তিনি।
এর আগে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে মোটরসাইকেলে শো ডাউন দিয়ে ২৮ মাইল এলাকা থেকে শহরে নিয়ে আসেন। এরপর প্রথমে তিনি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও বিভিন্ন অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
বিএসকে/আরএ