ময়মনসিংহ: ধর্ষণসহ পাশবিক নির্যাতনের শিকার দিনাজপুরের ৫ বছরের শিশুটির চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জমিরহাট তকেয়াপাড়া গ্রামের শিশুটি গত ১৮ অক্টোবর বর্বরোচিত ওই নির্যাতনের শিকার হয়।
নির্যাতিত শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ঢামেকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার পক্ষ থেকে তার ছেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ঢামেক হাসপাতালে গিয়ে নির্যাতিত মেয়েটির চিকিৎসার জন্য তার বাবার হাতে নগদ অর্থ তুলে দেন।
অ্যাডভোকেট জহিরুল হক খোকা বাংলানিউজকে বলেন, ‘প্রতিবেশী লম্পটের বর্বরতা ও পাশবিক নির্যাতনের শিকার শিশুটি আমার নাতনিদের চেয়েও বয়সে ছোট। মানবতাবোধ থেকেই আমি দরিদ্র এ শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষ তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে’।
নির্যাতনের ঘটনায় পার্বতীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এএসআর
** দিনাজপুরের নির্যাতিত শিশু ঢামেক হাসপাতালে