পাবনা: পাবনা সদর উপজেলার দোগাছিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহপাঠীদের মধ্যে হাতাহাতির সময় সজীব হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মৃত সজীব দোগাছী গাংকোলা গ্রামের আসাদুজ্জামানের ছেলে এবং দোগাছী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর দুইটার দিকে স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনায় দোগাছী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে সজীব মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে স্কুল কর্তৃপক্ষ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত সজীবের বাবা আসাদুজ্জামান বলেন, ছোট থেকেই আমার ছেলের হার্টের সমস্যা ছিল। উত্তেজনাবশত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে স্কুলে তার সহপাঠিদের সঙ্গে কি হয়ে ছিলো আমি বলতে পারছিনা।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বাংলানিউজকে জানান, দোগাছী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতিতে এক ছাত্রের মৃত্যুর খবর আমরা শুনেছি। তবে এটি হত্যা না দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায় নি। আমরা এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। স্বজনরা অভিযোগ করলে ময়নাতদন্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরএ