সিলেট: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে পানিতে ডুবে মাহিয়া বেগম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (০৯ নভেম্বর) বিকেলে উপজেলার নন্দিরগাও ইউনিয়নের মিত্রিমহল গ্রামে এ ঘটনা ঘটে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে শিশুটিকে না দেখতে পেয়ে পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন। একপর্যায়ে পাশের বাড়ির আফতার মিয়ার পুকুরে শিশুটির মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তবে এ নিয়ে শিশুটির পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এনইউ/এসআরএস/এএসআর