ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
গোদাগাড়ীতে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কাঁকনহাটে দেয়াল ধসে মহেষ সর্দার (৫৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মহেষ সর্দার উপজেলার মান্ডইল গ্রামের নন্দন সর্দারের ছেলে।

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কাঁকনহাটে দেয়াল ধসে মহেষ সর্দার (৫৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (০৯ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মহেষ সর্দার উপজেলার মান্ডইল গ্রামের নন্দন সর্দারের ছেলে।

গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাসমত আলী বাংলানিউজকে জানান, কাঁকনহাট এলাকায় ড্রেন নির্মাণ করছে পৌরসভা। এতে মাটি কাটার কাজ করছিলেন মহেষ সর্দার। এসময় ড্রেনের ভেতর পাশের একটি দোকানের দেয়াল ধসে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই মহেষ সর্দারের মৃত্যু হয়।

এ নিয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান এসআই হাসমত আলী।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এসএস/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।