ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সহকারী থানা শিক্ষা অফিসার পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
সহকারী থানা শিক্ষা অফিসার পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী উপজেলা/থানা অফিসারের শূন্য পদে নিয়োগে লিখিত পরীক্ষায় সাময়িকভাবে ৫২০ জন উত্তীর্ণ হয়েছেন।

ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী উপজেলা/থানা অফিসারের শূন্য পদে নিয়োগে লিখিত পরীক্ষায় সাময়িকভাবে ৫২০ জন উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৪, ৫ ও ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বুধবার (৯ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) শেখ সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১২ জুন মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের পিএসসির বিপিএসি ফরম-৩ পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় সব সত্যায়িত সনদের কপিসহ ওই দিন সংশ্লিষ্ট পরীক্ষা বোর্ডে জমা দিতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষায় অংশ নিতে সুযোগ দেওয়া হবে না।

পরীক্ষার দিন প্রার্থীদের মোবাইল ফোন এবং অন্য যন্ত্র না আনতে নির্দেশ দিয়েছে পিএসসি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।