আশুলিয়া, সাভার: আশুলিয়ায় সাবিনা নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
বিকেল সোয়া ৩টার দিকে আশুলিয়া থানা সংলগ্ন পুলিশ ব্যারাকের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
দুপুরে খাবার খেতে ব্যারাকে নিজ কক্ষে যান সাবিনা। দীর্ঘ সময় ফিরে না আসায় সহকর্মীরা সাবিনার কক্ষে গিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সাবিনার কক্ষ থেকে কয়েকটি আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এসআই