ঢাকা: মেয়র সাঈদ খোকন বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক ইঞ্চি রাস্তাও নষ্ট থাকতে দেওয়া হবে না।
বুধবার (০৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মাদারটেক এলাকার আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে মেয়র একথা বলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম হোসেন। উপস্থিত ছিলেন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডর এমকে বখতিয়ার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল ডা. মো. সাইদুর রহমানসহ ওয়াসা, তিতাস, ডিপিডিসি ও পুলিশের কর্মকর্তারা।
মেয়র বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর ৩০০টি রাস্তার কাজ শুরু করেছি। ইতোমধ্যে এসব রাস্তার ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজও শেষ হবে। আমি মেয়র থাকতে কোনো রাস্তা চলাচলের অনুপযোগী থাকবে তা হবে না।
দায়িত্ব নেওয়ার সময় ডিএসসিসি সাড়ে ৩০০ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে কাজ শুরু করে জানিয়ে খোকন বলেন, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে আমি ফুপু বলি- আমি বললাম রাস্তা ঠিক করবো নাকি ঋণ পরিশোধ করবো। পরে ফুফু আমাকে বললেন- তুমি কাজ শুরু করো টাকা আমি দেখবো। আমাকে প্রকল্প দিলেন আমি ৩০০ রাস্তার কাজে হাত দিয়েছি।
মেয়র বলেন, আমি ডিএসসিসির সব রাস্তায় এলইডি লাইট স্থাপন করবো। ইতোমধ্যে ১ ও ২নং ওয়ার্ডে এলইডি লাইট স্থাপন করেছি। আগামী ফেব্রুয়ারির মধ্যে মাদারটেক বাসাবোসহ ৪নং ওয়ার্ডের সব রাস্তায় এলইডি লাইট স্থাপন করে দেবো।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এসএম/আইএ