আশুলিয়া, সাভার: আত্মহত্যার কারণ জানিয়ে আশুলিয়ার নারী পুলিশ সদস্য সাবিনা আক্তার সুইসাইড নোট (চিরকুট) লিখে রেখে গেছেন।
বুধবার (০৯ নভেম্বর) বিকেলে সাবিনার কক্ষ থেকে চিরকুটটি উদ্ধার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বাংলানিউজকে জানান, আট মাস আগে থানার গাড়ি চালক জিয়াউর রহমানের সঙ্গে সাবিনার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে বিভিন্ন সময় জিয়াউর সাবিনার সঙ্গে শারীরিক সম্পর্ক করতো। কিছুদিন আগে সাবিনা জানতে পারে জিয়াউর বিবাহিত। এরপর থেকে সাবিনা মানসিকভাবে ভেঙে পড়ে। ওই ঘটনার জের ধরে সাবিনা বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এছাড়াও, সাবিনার কক্ষ থেকে একটি সুইসাইড নোটসহ বেশকিছু আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এনটি