ঢাকা: বেওয়ারিশ কুকুর নিধনে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় আপাতত সব পুরুষ কুকুরকে বন্ধ্যা করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. জেনারেল ডা. সাইদুর রহমান।
বুধবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মাদারটেক এলাকার আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডর এমকে বখতিয়ার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল ডা. মো. সাইদুর রহমান প্রমুখ।
৪ নম্বর ওয়ার্ডের উত্তর মাদারটেক উত্তরপাড়ার এক বাসিন্দা অভিযোগ করেন, কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় নানা ধরনের সমস্যা হচ্ছে।
মেয়রের নির্দেশে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, হাইকোর্ট নির্দেশ দিয়েছে কুকুর নিধন করা যাবে না। যে কারণে এই মুহুর্তে কুকুর নিধন করতে পারছি না। তাই নতুন পদ্ধতি হাতে নেওয়া হয়েছে। যেনো পুরুষ কুকুর আর বংশ বিস্তার না করতে পারে।
আগামী সোমবার থেকে বাসাবো, মাদারটেক এলাকার কুকুর বন্ধ্যা করণের কাজ শুরু নির্দেশ দেন মেয়র।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এসএম/এটি