ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশকে ঘুষ দেওয়ায় মেডিকেল কলেজ কর্মকর্তা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
পুলিশকে ঘুষ দেওয়ায় মেডিকেল কলেজ কর্মকর্তা গ্রেফতার

গাজীপুরে একটি ভবনের পাকিংয়ের অনুমোদনের জন্য ট্রফিক পুলিশকে ঘুষ দেওয়ার অভিযোগে শুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা মো. মেজবাউল হক মিন্টুকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

গাজীপুর: গাজীপুরে একটি ভবনের পাকিংয়ের অনুমোদনের জন্য ট্রফিক পুলিশকে ঘুষ দেওয়ার অভিযোগে শুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা মো. মেজবাউল হক মিন্টুকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৯ নভেম্বর) সকালে গাজীপুর ট্রাফিক বিভাগে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় সাহাবুদ্দিন মেডিকেল কলেজের একটি ভবন নির্মাণ করা হবে। ওই ভবনের পাকিংয়ের জন্য গাজীপুর ট্রাফিক বিভাগের অনুমোদনের জন্য সাহাবুদ্দিন মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা মেজবাউল হক খামের মধ্যে ১০ হাজার টাকা ঘুষ দেন।

এ সময় ঘুষ দেওয়ার অপরাধে তাকে গ্রেফতার করে জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গাজীপুর ট্রাফিক বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাখাওয়াত হোসেন বাংলানিউজকে বলেন, পুলিশকে ঘুষ দেওয়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
আরএস/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।