বগুড়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী শনিবারের (১২ নভেম্বর) ভিডিও কনফারেন্স উপলক্ষে বগুড়া সদর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আখতার জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান রুমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মণ্ডল, আলীম উদ্দিন, প্রভাষক মহররম আলী, মাফতুন আহম্মেদ, জাহিদুর রহমান, এসএম রাসেল মামুন, সাওকাদুল ইসলাম সবুজ, প্রভাষক কামরুল হাসান ডালিম, আবু সালেহ নয়ন, শহিদুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এমবিএইচ/এসআরএস/এএসআর