কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় জোড়া খুনের ঘটনায় একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরো নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
বুধবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় নিহত মোক্তার হোসেনের বাবা আমির হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
মামলায় উপজেলার মোকাম ইউনিয়নের মোকাম বড়বাড়ি এলাকার আব্দুল হাকিমের ছেলে সাইফুল আলমকে প্রধান আসামি করা হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার রড়ুয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৭ নভেম্বর মোকাম ইউনিয়নের মোকাম বড়বাড়ির সাইফুলের বাড়িতে আসে মোক্তার হোসেন ও তার বন্ধু সালমান খান সবুজ। রাতে সাইফুল ও তার ৮/১০ জন সহযোগী সালমান ও তার বন্ধু মোক্তারকে মারধর ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে মোক্তারকে বড়বাড়ির পাশের একটি বাগানে এবং সালমানকে একই এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। এ ঘটনার পর থেকে সাইফুল, হাকিম ও তার স্ত্রী পলাতক রয়েছেন।
মোক্তার হোসেন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুর এলাকার আমির হোসেনের ছেলে। তার বন্ধু সালমান খান সবুজের পরিচয় পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এনটি