কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে অপহৃত শিশু রিদুয়ান উল্লাহকে (৮) উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ছিরদিয়ার নুর মোহাম্মদের ছেলে মাদ্রাসা শিক্ষক আব্দুল মোনাফ ও তার সহযোগী জামাল উদ্দিনের ছেলে নুর উদ্দিনকে আটক করা হয়েছে।
বুধবার (০৯ নভেম্বর) বিকেলে পেকুয়া সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশু রিদুয়ান ভারুয়াখালীর গুচ্ছগ্রাম এলাকার মোহাম্মদ উর রশিদের ছেলে। সে নূরানী আলিমুল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।
রিদুয়ানের মা শামিনা আক্তার বাংলানিউজকে জানান, মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালে মাদ্রাসা শিক্ষক আব্দুল মোনাফ রিদুয়ানকে বেড়াতে নেওয়ার কথা বলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে তিনি রিদুয়ানকে জিম্মি করে মোবাইল ফোনে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পেকুয়ায় আসতে বলেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোস্তাফিজ ভূঁইয়া বাংলানিউজকে জানান, শিশুটির অভিভাবকের অভিযোগের ভিত্তিতে প্রথমে দুই অপহরণকারীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
টিটি/আরবি