ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভ্রাম্যমাণ আদালতের ১৩ লাখ টাকা জরিমানা আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
ভ্রাম্যমাণ আদালতের ১৩ লাখ টাকা জরিমানা আদায়

সারাদেশে ৠাবের বিভিন্ন ক্যাম্পের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ৠাব।

ঢাকা: সারাদেশে ৠাবের বিভিন্ন ক্যাম্পের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ৠাব।

বুধবার (০৯ নভেম্বর) রাতে সাংবাদিকদের এ তথ্য জানান ৠাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিজানুর রহমান ভূঁইয়া।

মিজানুর রহমান ভূঞাঁ জানান, গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার ও মেয়াদ উত্তীর্ণ কেমিকেল দিয়ে আইসক্রিম প্রস্তুত করার অভিযোগে ১৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ৠাব।

ৠাব-১, ৠাব-৭, নিজ নিজ এলাকায় পৃথক দুইটি অভিযান চালায় বলে জানান তিনি।

জরিমানা ছাড়াও অবৈধ এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ৠাব।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এসটি/এসআরএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।