ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে শুক্রবার মঞ্চায়ন হচ্ছে ‘বিলাসী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
ময়মনসিংহে শুক্রবার মঞ্চায়ন হচ্ছে ‘বিলাসী’ ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহে আগামী শুক্রবার (১১ নভেম্বর) মঞ্চায়ন হতে যাচ্ছে স্থানীয় নাট্যলোক সম্প্রদায়ের সপ্তম প্রযোজনা ‘বিলাসী’। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ নাটক মঞ্চস্থ হবে।

ময়মনসিংহ: ময়মনসিংহে আগামী শুক্রবার (১১ নভেম্বর) মঞ্চায়ন হতে যাচ্ছে স্থানীয় নাট্যলোক সম্প্রদায়ের সপ্তম প্রযোজনা ‘বিলাসী’।

ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ নাটক মঞ্চস্থ হবে।


 
মো. দেলোয়ার হোসেন রনির নাট্যরূপায়নে নাটকটির নির্দেশনা দিয়েছেন সংগঠনের সভাপতি এস. এ. অপূর্ণ।

নাটকটিতে অভিনয় করেছেন- নূছরাত ইমাম বুলটি, দেলোয়ার হোসেন রনি, এস. এ. অপূর্ণ, প্রশান্ত সরকার তাপস, মো. মনিরুজ্জামান সোহাগ, সাজ্জাদ, টিটু, নাজমুল, শিহাব, শিমুল, প্রভাত, রিতুল, সুজন, উদয়সহ আরও অনেকে।

এ বিষয়ে নাটকটির নির্দেশক এস. এ. অপূর্ণ জানান, শরৎচন্দ্রের প্রতিটি লেখাতেই সামাজিক অজ্ঞতা, কুসংস্কার, ধর্মান্ধতার বিরুদ্ধাচারণ প্রতিষ্ঠিত হয়েছে। সমাজের একটি স্বার্থান্বেষী মহল বার বার ধর্মকে পুঁজি করে নিজেদের স্বার্থ উদ্ধার করে থাকে।

এ গোষ্ঠীর কাছে সমাজ, সংস্কৃতি সবসময় জিম্মি হয়ে আছে। এ নাটকে তারই প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে। বিলাসীর মানবীয় গুণ কতো বড় দুঃস্বাধ্য কাজকে সম্ভব করে তারই প্রমাণ নাটকটিতে উপস্থাপিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এমএএএম/এসআরএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।