বগুড়া: বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়ার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা রাজু শেখ ওরফে রাজুকে (৩৬) আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম আহম্মেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ০৯ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাঁজার চালান আসার খবর পেয়ে মাদক বিক্রেতা রাজু শেখ ওরফে রাজুর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় রাজুর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান উপ-পরিচালক শামীম আহম্মেদ।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এমবিএইচ/জিপি/আইএ