কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে ১২৮ পুড়িয়া হেরোইনসহ শাহ আলম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৠাব-১০ (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
শনিবার (১২ নভেম্বর) গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা পূর্ব পাড়া থেকে তাকে আটক করা হয়।
রোববার (১৩ নভেম্বর) সকালে র্যাব ১০ (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কেরানীগঞ্জ ক্যাম্পের টহলরত একটি দল শাহ আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১২৮ পুড়িয়া হেরোইন ও মাদক বিক্রির ৪ হাজার ৯৪৩ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আরএ