ঢাকা: ৬০ বছর চাকরির সুবিধা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় দ্রত বাস্তবায়নের দাবি জানিয়েছেন অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা গণকর্মচারীরা। এ বিষয়ে প্রধানমন্ত্রীরও হস্তক্ষেপ কামনা করেছে তারা।
রোববার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রায় বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে পরিষদের সদস্য সচিব মো. শাহাবুদ্দিন বলেন, সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি আবেদন পেশ করা হয়। এ বিষয়ে অসংখ্যবার যোগাযোগ করা হলেও সর্বোচ্চ আদালতের আদেশ এখনও বাস্তবায়ন হয়নি।
‘আমরা অবিলম্বে এ দাবি বাস্তবায়নে দাবি জানাচ্ছি। ’
এদিকে একই দাবিতে আসছে ২৭ নভেম্বর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান তিনি।
পরিষদের আহ্বায়ক মো. কায়কোবাদ বলেন, আমরা বয়স বাড়ানোর কোনো আবেদন করছি না। শুধু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৬০ বছর চাকরির আর্থিক সুবিধা চাই।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসএ/এমএ/এসএইচ