ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যদের মৃত্যুতে আইজিপির শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যদের মৃত্যুতে আইজিপির শোক আইজিপি এ কে এম শহীদুল হক

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচ পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক।

ঢাকা: বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচ পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা এ কে এম  কামরুল আহছান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আইজিপি বলেন, নিহত পুলিশ সদস্যরা সরকারি দায়িত্ব পালনে নিষ্ঠা ও কর্তব্যবোধের অনবদ্য স্বাক্ষর রেখেছেন। পুলিশ প্রশাসন তাদের পরিবারের পাশে রয়েছে। আর সম্ভাব্য সব ধরনের সাহায্য সহযোগিতা করা হবে। এছাড়া দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আইজিপি নিহত পুলিশ সদস্যদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেন।

আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন আইজিপি শহীদুল হক।

 বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসটি/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।