লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী থানায় জুয়েলারি, মোবাইল ও বেকারিসহ ১৩টি দোকানে চুরি হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) দিনগত রাতে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের মমিনের গ্যারেজ মোড়ে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের নির্দেশনা মোতাবেক প্রতিদিনের মতো শনিবার রাত ১০টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা।
রোববার (১৩ নভেম্বর) সকালে স্থানীয়রা জগদীশ চন্দ্রের রড, টিন ও সিমেন্টের দোকানের পাকা ভবন ভাঙা দেখে দোকান মালিককে খবর দেন। তিনি এসে দেখতে পান তার দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা চুরি গেছে। পরে একে একে ওই মোড়ের দোকানদাররা এলে দেখতে পান ১৩টি দোকানে চুরি হয়েছে।
ওই এলাকার বিউটি জুয়েলার্স থেকে নগদ ৬৫ হাজার টাকা ও প্রায় ২ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি গেছে।
পাশের মদিনা বেকারি থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা, হক টেলিকমের বেশ কিছু মোবাইল সেটসহ সর্বমোট ১৩টি দোকানের নগদ টাকা ও মালামালসহ প্রায় ৫ লক্ষাধিক টাকা চুরি গেছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
এ ঘটনায় পুলিশ ওই মোড়ের নৈশ্যপ্রহরী সরেশ চন্দ্র ও রেলগেট এলাকার চায়ের দোকানদার জোনাব আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
বুড়িবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ আলম সুমন বাংলানিউজকে জানান, ওই মোড়ের ১৩টি দোকানে চুরি হয়েছে। শাবল দিয়ে কোন কোন পাকা দোকানের দেয়াল ভেঙে এবং কোন কোন দোকানের শাটার ভেঙে চোর চক্রটি এ ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় আদিতমারী থানা লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে জানান, বাইরের কোন চোর চক্র এ ঘটনা ঘটনাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো ক্লু পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আরএ