ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় বিটিসিএল কর্মীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
পাবনায় বিটিসিএল কর্মীদের মানববন্ধন

পাবনা থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বিভাগীয় কার্যালয় সিরাজগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পাবনা: পাবনা থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বিভাগীয় কার্যালয় সিরাজগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে অংশ নেয় বিটিসিএলের শ্রমিকরা।

এছাড়া পাবনাবাসী ও জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখাও এতে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি মহল পাবনা থেকে বিটিসিএলের কার্য‍ালয় সরিয়ে সিরাজগঞ্জে নেওয়ার পরিকল্পনা করছে। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত পরিবর্তনে সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিক লীগের পাবনা শাখার সভাপতি ফোরকার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক হাকিম মালিথাসহ টিঅ্যান্ডটি ও শ্রমিক লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।