ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ইয়াবা-হেরোইনসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
বগুড়ায় ইয়াবা-হেরোইনসহ আটক ৩

বগুড়া সদর উপজেলায় ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।  

বগুড়া: বগুড়া সদর উপজেলায় ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।  

আটক মাদক বিক্রেতারা হলেন- উপজেলার ফুলবাড়ী উত্তরপাড়ার বাসেদ মণ্ডলের ছেলে বিপন (২২), শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট রামকান্দি গ্রামের জমসেদ আলীর ছেলে নুর আল আমিন শান্ত (২১) ও বগুড়া সদর উপজেলার চালিতাপাড়ার মৃত সলিম উদ্দিনের ছেলে শাহাদত (২৯)।

বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বারোপুর বাংলাদেশ বিমান বাহিনী রাডার ইউনিট মোড়ে অভিযান চালান র‌্যাব সদস্যরা। পরে সেখানে থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বিপন ও নুর আল আমিন শান্তকে আটক করা হয়।  

এর আগে সদর উপজেলার সেউজগাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইনসহ শাহাদতকে আটক করেন র‌্যাব সদস্যরা।  

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬

এমবিএইচ/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।