ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে অস্ত্র ও গুলিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
নাটোরে অস্ত্র ও গুলিসহ আটক ২

নাটোরে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

নাটোর: নাটোরে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে শহরের হরিশপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-সদর উপজেলার হরিশপুর এলাকার মৃত মালেক উদ্দিনের ছেলে খোকা (৩৫) ও মল্লিকহাটি এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে রিপন  (৩৬) ।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে খোকা ও রিপনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করে আটক দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।