ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
কুষ্টিয়ায় জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

কুষ্টিয়ার মিরপুরে জেএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় হাসি খাতুন (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে জেএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় হাসি খাতুন (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
 
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

হাসি ওই গ্রামের হাসানুজ্জামানের মেয়ে। সে আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।  

বড়বাড়ীয়া গ্রামের মেম্বার আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, জেএসসি পরীক্ষায় ভালো ফল না হওয়ায় হাসি খাতুন দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  

মরার আগে সে একটি সাদা কাগজে লিখে রেখে গিয়েছিলো যে, ‘পরীক্ষায় ভালো রেজাল্ট হয়নি বলে আমি আত্মহত্যা করছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না’।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।