ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘রাজধানীতে দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
‘রাজধানীতে দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা’

ঢাকা: রাজধানীর দারুসসালাম থানার ছোট দিয়াবাড়ি এলাকার টিনসেড বাড়িতে শিশু মেয়ে শামীমা (৫) ও ছেলে আব্দুল্লাহকে (৩) হত্যার পর আত্মহত্যা করেছেন গর্ভধারীনি মা আনিকা (২০)। ‍

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

দারুস‍সালাম থানার ইন্সপেক্টর (তদন্ত) ফারুকুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুই শিশু সন্তানকে হত্যার পর মা নিজেই আত্মহত্যা করেছেন বলে আমরা শুনেচ্ছি। স্থানীয়দের দেওয়ার খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।    

দারুসসালাম জুনের সহাকারী পুলিশ কমিশনার (এসি) মামুনুর রশিদ বাংলানিউজকে বলেন, দুই শিশুকে বটি দিয়ে জবাই করে মা নিজে আত্মহত্যা করেন।
 
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬/আপডেট ১৬৩৪
এজেডএস/এসজেএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।