ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ইয়াবাসহ তিন যুবক আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
চান্দিনায় ইয়াবাসহ তিন যুবক আটক চান্দিনায় ইয়াবাসহ তিন যুবক আটক

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় ১০ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন তীরচর এলাকা থেকে তাদের আটক করে।

আটক তিন যুবক হলেন- ফরিদপুর জেলার সদর উপজেলার পূর্ব খাবাসপুর গ্রামের নঈম মিয়ার ছেলে মোহাইমেল (৩৬), কুমিল্লার বরুড়া উপজেলার বিজরা খাটাসতলা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে মনিরুল ইসলাম (৩৫), বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার দাড়ালিয়া গ্রামের কবির হোসেন হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার (২০)।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তীরচর এলাকায় একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় একটি ব্যাগে ১০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদক আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।