ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার ফুলতলা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক আরিফুল ইসলাম জনি (৩০) ‍চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জনি দিনাজপুর শহরের রামনগর মামুনের মোড় এলাকার মৃত বাবুলের ছেলে।

দিনাজপুর কোতয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, সোমবার (০৯ জানুয়ারি) রাতে জনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।