ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে অসামাজিক কাজের অভিযোগে চেয়ারম্যান আটক, গুলিবিদ্ধ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
বেগমগঞ্জে অসামাজিক কাজের অভিযোগে চেয়ারম্যান আটক, গুলিবিদ্ধ ১

নোয়খালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেনকে (৩৮) অসামাজিক কাজের অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এসময় আবুল কালাম (৫৫) নামে এক গাড়িচালক গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোরে ইউনিয়নের পশ্চিম বটতলা গ্রামের সাত্তার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক কামাল হোসেন ওই গ্রামের বজলের রহমান প্রকাশ বজল ব্যাপারীর ছেলে।

গুলিবিদ্ধ আবুল কালাম একই এলাকার আব্দুস সোবহানের ছেলে।

স্থানীয়রা জানায়, পশ্চিম বটতলা গ্রামের সাত্তার মিয়ার বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের। এর সূত্র ধরে সোমবার রাতে ওই গৃহবধূর ঘরে যায় কামাল হোসেন। ভোরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ওই ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে থানায় খবর দেয়।
স্থানীয়দের অভিযোগ, এসময় ঘরের ভেতর থেকে জানালা দিয়ে লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে কামাল চেয়ারম্যান। এতে আবুল কালাম নামে এক গাড়িচালক গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন আহত আবুল কালামকে উদ্ধার করে নোয়াখালী প্রাইভেট হাসপাতালে ভর্তি করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কামাল হোসেনকে আটক করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে পুলিশ কোন অস্ত্র পায়নি। চেয়ারম্যান কামাল হোসেনের গুলিতে চালক কালাম গুলিবিদ্ধ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরো জানান, স্থানীয়দের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।