ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় অবৈধ জালসহ জেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
কলাপাড়ায় অবৈধ জালসহ জেলে আটক কলাপাড়ায় অবৈধ জাল আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ জালসহ কালু দাস (৪৫) নামে এক জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কুয়াকাটা নৌ-পুলিশ।

সোমবার (০৯ জানুয়ারি) রাত থেকে মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর পর্যন্ত সাগর মোহনায়, রামনাবাদ ও আন্দার মানিক নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

অভিযানে আনুমানিক ২৩ লাখ টাকা মূল্যের ২০টি বড় বেহুন্দি জাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন- মৎস্য প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মো. ওয়াছি উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা ডা. আবুল হাসানাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ রেজাউল করিম।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, জালগুলো দুপুরে হ্যালিপ্যাড মাঠে পুড়িয়ে ফেলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।