ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চিলাহাটী থেকে চলবে রূপসা-সীমান্ত এক্সপ্রেস

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
চিলাহাটী থেকে চলবে রূপসা-সীমান্ত এক্সপ্রেস বক্তব্য রাখছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক-ছবি:ফজলে এলাহী স্বপন

সৈয়দপুর (নীলফামারী): দেশের সর্ব উত্তরের শেষ রেল স্টেশন নীলফামারীর চিলাহাটী থেকে খুলনা অভিমুখে রূপসা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক।

মঙ্গলবার (১০ জানুয়ারি) নীলফামারীর বড় মাঠে অনুষ্ঠিত নীলফামারী উন্নয়ন মেলায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকা অভিমুখী নীলসাগর ট্রেনের সংখা বাড়িয়ে ২টি করা হবে।

ইঞ্জিন ও বগি এলেই খুব অল্প সময়ের মধ্যেই ট্রেনের এ যোগাযোগ কার্যক্রম শুরু হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সৈয়দপুর রেলওয়ে কারখানার আধুনিকায়নের কাজ শুরু হয়েছে।

দুপুরে উন্নয়ন মেলা মাঠে জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন-নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, শফুরা বেগম রুমি এমপি, রেলপথ সচিব ফিরোজ সালাউদ্দিন, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, নীলফামারী জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু।
 
মন্ত্রী মুজিবুল হক বলেন, দেশের এমন কোন গ্রাম নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের কারণে গোটা দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। সভা শেষে রেলপথমন্ত্রী উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।