ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে শিক্ষকের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
বাকেরগঞ্জে শিক্ষকের মৃতদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে আবদুল লতিফ খান (৫৫) নামে এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে বাউফল উপজেলা ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সীমান্তবর্তী কারখানা নদীর আফালকাঠি ডুবোচর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

তিনি বাউফল উপজেলার বাসিন্দা ও পশ্চিম কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে আবদুল লতিফ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে মঙ্গলবার দুপুরে তার হাত-পা বাঁধা মৃতদেহ ডুবোচর থেকে উদ্ধার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বাংলানিউজকে জানান, মৃতদেহটি বাকেরগঞ্জ থানা এলাকার মধ্যে পাওয়া যাওয়ায় ওখানকার পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

মরদেহটি উদ্ধারের সময় তার কোমরে রশি দিয়ে একটি কলস বাঁধা ছিলো। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মৃতদেহটি ডুবিয়ে দিতে কলসটি বাঁধা হয়েছিলো। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছেনা বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এমএস/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।