ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাসপোর্ট দালাল চক্রের ১৬ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
পাসপোর্ট দালাল চক্রের ১৬ সদস্য গ্রেফতার আটক দালাল চক্রের ১৬ সদস্য

ঢাকা: রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ১৬ সদস্যকে আটক করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) র‌্যাব-২ পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম।

সরওয়ার আলম বলেন, একটি দালালচক্র অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

চক্রটি ভুয়া পাসপোর্ট দিয়ে জনসাধারণকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে। মঙ্গলবার পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ওই চক্রের ১৬ সদস্যকে আটক করা হয়। এরপর দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাদেরকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মজিবর শেখ (৪০), নুরুজ্জামান (৩৬), কুবাত শিকদার (৩৭), খুরশেদ আলম (৩৭), লিটন (৩৮), খোরশেদ আলী (৩০), ইউসুফ (৫০), নুরনবী (৩৮), আবদুল হান্নান শেখ (৪২), সাগর হোসেন (১৮), সুজন শহীদ (১৭), বাবুল (২৯), জোসনা আক্তার (৪০), শফিকুর রহমান (৬১), ফারুক (১৭) ও সামিউল আলম (৫০)।
 
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
পিএম/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।