ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা এলাকায় আলমসাধু ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে মিলন হোসেন নামে আরেক আরোহী আহত হয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাবুল আক্তারের ছেলে ও মিলন একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) লিটন বিশ্বাস বাংলানিউজকে জানান, রবিউল ও মিলন সন্ধ্যায় মোটর সাইকেলে করে কালীগঞ্জ যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের লাউতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী রবিউল মারা যান ও মিলন আহত হন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।