ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইজতেমায় পরিবহন মালিকদের সহযোগিতার আহ্বান ট্রাফিক বিভাগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
ইজতেমায় পরিবহন মালিকদের সহযোগিতার আহ্বান ট্রাফিক বিভাগের পরিবহন মালিক ও চালকদের সঙ্গে ট্রাফিক উত্তর বিভাগের বৈঠক/ছবি: বাংলানিউজ

ঢাকা: বিশ্ব ইজতেমা উপলক্ষে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে পরিবহন মালিক ও চালকদের সহযোগিতার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) আব্দুল্লাহপুরে পরিবহন মালিক ও চালকদের সঙ্গে ট্রাফিক উত্তর বিভাগের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় বলেন, প্রতি বছর বিশ্ব ইজতেমা উপলক্ষে আব্দুল্লাহপুর এবং আশপাশের এলাকায় প্রচুর যানবাহনের সমাগম হয়।

মুসল্লিদের যানবাহনসহ ও সাধারণ যানবাহন নির্বিঘ্নে চলাচলের জন্য সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। চালকরা আরও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করলে জনগণ বেশি উপকৃত হবে।

যত্রতত্র পার্কিং এবং যেখানে সেখানে যাত্রী উঠানো-নামানোর কাজ না করতে অনুরোধ জানান উপ-কমিশনার।
 
ইজতেমার সময় ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, যানজট পরিস্থিতি লক্ষ্য রেখে কার্যকর পদক্ষেপ নিতে আব্দুল্লাহপুরে পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হবে। গাজীপুর ট্রাফিক বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হবে। বিভিন্ন স্থানে প্রয়োজন মতো ডাইভারশন দেওয়া হবে।
 
জনস্বার্থে ট্রফিক পুলিশের দেওয়া ডাইভারশন ব্যবস্থা মেনে নিতে পরিবহন মালিক ও চালকদের অনুরোধ জানান প্রবীর কুমার রায়।
 
এ সময় উপস্থিত ছিলেন, ট্রাফিক উত্তরের অতিরিক্ত সহকারী কমিশনার (এডিসি) হুমায়রা পারভীন, সিনিয়র সহকারী কমিশনার (এসি) জিন্নাত আলী মোল্লা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
পিএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।