ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শান্তিনগর ছেলেকে না পেয়ে মাকে ‍গুলি করলো দুর্বৃত্তরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
শান্তিনগর ছেলেকে না পেয়ে মাকে ‍গুলি করলো দুর্বৃত্তরা

ঢাকা: রাজধানীর শান্তিনগরে ছেলেকে না পেয়ে মা শারমিন সুলতানাকে (৬৫) গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শারমিন সুলতানা ওই এলাকার আনিছুর রহমানে স্ত্রী।

ঘটনার পর প্রতিবেশী ও স্বজনেরা এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে ভর্তি করান।

গুলিবিদ্ধ ওই নারীর সঙ্গে আসা কাইয়ূম নামে এক ব্যক্তি বাংলানিউজকে বলেন, শারমিন সুলতানা পরিবার নিয়ে শান্তিবাগ চামেলীবাগের একটি ভবনের ছয়তলায় থাকেন।

তার ছেলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলী রেজা খান রানা।

সন্ধ্যার দিকে ২-৩ জন ব্যক্তি আলী রেজা খান রানার খোঁজে ওই বাসায় যান। বাসায় না পেয়ে দুর্বৃত্তরা মা শারমিন সুলতানাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার কোমরের নিচে লাগে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, গুলিবিদ্ধ ওই নারীকে হাসপাতলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এজেডএস/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।