ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হারিয়ে গেছে দাদুর হাতের সেই বাতাসা

মো. রাজীব সরকার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
হারিয়ে গেছে দাদুর হাতের সেই বাতাসা

গাজীপুর: সপ্তাহে দুইদিন গ্রামে হাট বসতো নদীর ধারে কিংবা বটের ছায়ায়। দাদুরা হাট থেকে নাতিদের জন্য কিনে নিয়ে আসতেন বাতাসা। কালের প্রবাহে হারিয়ে গেছে অমৃত সেই বাতাসা। বাতাসার স্বাদ এখন আর নেই।

 

স্থানীয়দের সূত্রে জানা গেছে, হাটের দিন সকালে পলিথিনের অথবা কাপড়ের ছাউনি দিয়ে ব্যবসায়ীরা সাজাতো দোকানপাট।

এরপর গ্রামের কৃষকেরা হাটে নিয়ে যেতেন টাটকা শাকসবজি ও মৌসুমী শস্যদ্রব্য।

দুপুরের পর কেনা-বেচা চলতো ধুমছে।

ওইসব দোকানগুলোতে পাওয়া যেতো চাল, ডাল, শাকসবজি, ফল, মাছ-মাংসসহ প্রয়োজনীয় সব জিনিস। সন্ধ্যা হলে শেষ হয়ে যেতো হাটের সব বেচা-কেনা। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় হারাতে বসেছে গ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিশে থাকা হাটবাজারগুলো।

হাটবাজারের জমি দখল করে গড়ে তোলা হচ্ছে উঁচু ভবন। তৈরি করা হচ্ছে শপিংমলসহ বিভিন্ন মার্কেট।

যার ফলে বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য হাটবাজার। বর্তমান বাজারে গিয়ে এখন পাওয়া যায় না অমৃত সেই বাতাসা। পাওয়া যায় না টাটকা শাকসবজি এবং নদী-নালা ও খাল-বিল থেকে ধরে আনা ছোট বড় দেশীয় মাছ।

গাজীপুরের হাট বাজারগুলোর মধ্যে কড্ডা হাট, কারখানা হাট, সাকাশ্বর হাট, বাঘিয়া হাট, কাশিমপুর হাট ও টঙ্গী হাটসহ অনেক হাট বাজার এখন বিলুপ্তির পথে।

গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরে সরকারি তালিকা অনুযায়ী একশ’ চারটি হাট রয়েছে। এদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় রয়েছে মির্জাপুর হাট, ভবানীপুর হাট, বাড়ীয়া হাট, বাঘের বাজার, পিরুজালী হাট, সিটি করপোরেশন এলাকার কড্ডা হাট, কাশিমপুর হাট, টঙ্গী হাট, কালিয়াকৈর উপজেলায় রয়েছে- চা বাগান বাজার, গাছবাড়ী বাজার, চন্দ্রা হাট, বেনুপুর হাট, বলিয়াদি হাট, বড় কাঞ্চনপুর হাট, সাকাশ্বর হাট ও সিঙ্গাপুর বাজার।

এদিকে কাপাসিয়ায় রয়েছে বারাব বাজার, দরদরিয়া হাট, বলদা হাট, চাঁদপুর বাজার ও বেগুনির হাট। শ্রীপুরে রাজবাড়ী বাজার, ফাওগাইন বাজার, কাওরাইদ বাজার, বরমী বাজার, কেওয়া বাজার, ধনুয়া বাজার ও টেংরা বাজার।

কালীগঞ্জে রয়েছে সাধুর হাট, সোমবাজার, জাঙ্গালিয়া হাট, নরুন বাজার ও কালীগঞ্জ বাজার। এছাড়াও অনেক হাট-বাজার রয়েছে গাজীপুরের বিভিন্ন এলাকায়।

কড্ডা হাট এলাকার বাসিন্দা শ্রী শ্যামল চন্দ্র শীল জানান, গত কয়েক বছর আগে কড্ডা হাট ছিলো বেশ জমজমাট। এখন আগের মতো নেই। সপ্তাহে দুইদিন শনিবার ও মঙ্গলবার বসে কড্ডার হাট। এখন হাটে তেমন লোকজন আসে না। বিভিন্ন স্থানে দোকানপাট হয়ে যাওয়ায় হাটের দিকে মানুষের আসা কমে যাচ্ছে। দিন পাল্টে গেছে। সব কিছু আধুনিক হয়ে যাচ্ছে। যার ফলে প্রায় বিলুপ্তি হয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাট-বাজার।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।