ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে সাজার আদেশপ্রাপ্ত আসা‌মি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
শ্যামনগরে সাজার আদেশপ্রাপ্ত আসা‌মি গ্রেফতার

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সাজার আদেশপ্রাপ্ত আস‍ামি মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ জানুয়া‌রি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল মজিদ গাজীর ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোস্তা‌ফিজুর রহমান বাংলা‌নিউজকে জানান, দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মোহাম্মদ আলী। খবর পেয়ে সন্ধ্যায় বংশীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি মোটরসাইকেল চোরাচালানীর দু’টি মামলায় পৃথকভাবে পাঁচ বছর ও তিন বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামি।

এছাড়া তার বিরুদ্ধে শ্যামনগর, দেবহাটা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা ও মাগুরাসহ বি‌ভিন্ন থানায় মোটরসাইকেল চু‌রির ১২টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।