ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকায় চালকলের বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শিয়ালকোল বাজার এলাকায় শামীম তালুকদারের চাতালে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শিয়ালকোল গ্রামের ছবের আলী (৫০), সাকেরা বেওয়া (৪৮) ও হাফিজা খাতুন (৩৫)।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, সন্ধ্যায় চার-পাঁচজন শ্রমিক চাতালে কাজ করছিলেন।

এ সময় বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। এতে ওই তিন শ্রমিক দগ্ধ হন। এ অবস্থায় স্থানীয়রা ওই তিনজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।