ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাউফলে ৩ ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
বাউফলে ৩ ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যবসায় প্রতিষ্ঠানকে ‍সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, সংরক্ষণ, পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় এ জরিমানা করা হয়।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিসের সহকারী পরিচালক আল আমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে সৌরভ মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের দায়ে তিন হাজার টাকা, একই অপরাধে ভাই ভাই হোটেলকে এক হাজার টাকা ও প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় কনক বেকারিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এমএস/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।