ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাংনীতে ৫ জনকে ‍কুপিয়ে জখম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
গাংনীতে ৫ জনকে ‍কুপিয়ে জখম

মেহেরপুর: পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনী উপজেলায় পাঁচজনকে কুপিয়ে আহত করেছেন প্রতিপক্ষের লোকজন। বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালনগর পাথরপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা ব্যক্তিরা হলেন-গাংনী পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান, একই পৌরসভার আট নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী (৩৫), তার ভাই বাবু হোসেন (৪৫), স্থানীয় খোকন মিয়া (২৮) ও রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৮)। তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত বাবু বাংলানিউজকে জানান, তিনি গোপালনগর এলাকার মাছ ব্যবসায়ী মিরারুল ইসলামের কাছে ছয় হাজার টাকা পান। সন্ধ্যায় পাওনা টাকা চাইতে গেলে তার লোকজন আমাদের কুপিয়ে আহত করেন।

এদিকে, খবর পেয়ে গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।