ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধুনটে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
ধুনটে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলার বড়বিলা গ্রামের আয়নাল হককে (৫৫) আটক করেছে পুলিশ।

আহতরা হলেন-বড়বিলা গ্রামের ফজলুর রহমান (৫২), বেলাল হোসেন (৪৫), তার স্ত্রী ছানোয়ারা খাতুন (৪৫), মেয়ে জুঁই আকতার (১৪) ও বেলাল হোসেনের স্ত্রী রূপালী খাতুন (৪০)।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ফজলুর রহমানের সঙ্গে প্রতিবেশী আয়নাল হকের বিরোধ চলছিল। আয়নালের কয়েকটি ছাগল সকালে ফজলুর রহমানের বাগানে ঢুকে গাছ খাচ্ছিল। এ সময় ফজলুর ছাগলগুলো ধরতে বাগানে যান। এতে ক্ষুদ্ধ হয়ে আয়নাল ও তার লোকজন ফজলুরকে কুড়াল দিয়ে কোপাতে থাকেন। এসময় ফজলুরের পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়নাল হককে আটক করেছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।