ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৬ কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৬

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।

নীলফামারীর ডিমলা উপজেলার পাংগা গ্রামের আতিয়ার রহমান (৪৮)। পুলিশ জানাচ্ছে হতাহতরা সবাই দিনমজুর ছিলেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বাংলানিউজকে জানান, নীলফামারী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় ও উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

আহত অন্যান্যদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশেপাশের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে, বলেন আবদুল আউয়াল।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭/ আপডেট: ১২১০ ঘণ্টা
এজি/এইচএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।