ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

হজের প্রাক নিবন্ধন শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
হজের প্রাক নিবন্ধন শুরু হজের প্রাক নিবন্ধন উদ্বোধন/ছবি:ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ ক্ষুদ্র শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখারের হাতে ফরম তুলে দিয়ে ২০১৭ সালের হজ কার্যক্রমের প্রাক নিবন্ধন কাজের উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

রোববার (১৫ জানুয়ারি) বেলা চারটায় সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় মন্ত্রী বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম দিন সৌদি আরবের সঙ্গে ২০১৭ সালের হজ চুক্তি সাক্ষর হবে।

এরপরই বেসরকারি ভাবে হজে গমণেচ্ছুদের প্রাক নিবন্ধন শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম সচিব আব্দুল জলিল বলেন,  চুক্তির প্রাথমিক আলোচনার জন্য সৌদিআরব গিয়েছিলাম। তারা এ বছর পুরো ই- হজ্জ্ব পদ্ধতি চালু করতে চায়। এজন্য মার্চের মধ্যে তারা প্রাক নিবন্ধন শেষ করতে বলেছে।

তাই সকল প্রস্তুতি সম্পন্ন করে আজ আমরা সরকারি পর্যায়ে প্রাক নিবন্ধন করলাম।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আরএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।