ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় দেড় হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
গজারিয়ায় দেড় হাজার পিস ইয়াবাসহ যুবক আটক গজারিয়ায় দেড় হাজার পিস ইয়াবাসহ আটক যুবক

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় দেড় হাজার পিস ইয়াবাসহ মো. বাহার (৩২) নামে এক যুবককে আটক করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ। রোববার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উজান-ভাটি হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ওই যুবক নোয়াখালীর বেগমগঞ্জ থানার কাদিরপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসেম বাংলানিউজকে জানান, আটক বাহারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।