ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়া প্রেসক্লাবের জায়গা বুঝে দিল রেলওয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
বগুড়া প্রেসক্লাবের জায়গা বুঝে দিল রেলওয়ে বগুড়া প্রেসক্লাবকে আনুষ্ঠানিকভাবে জায়গার কাগজপত্র হস্তান্তর

বগুড়া: বগুড়া প্রেসক্লাব ভবন নির্মাণে বরাদ্দকৃত জায়গার দখল বুঝিয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাবকে আনুষ্ঠানিকভাবে জায়গার কাগজপত্র হস্তান্তর করা হয়।

 

এ সময় দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হকসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সব সদস্য ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুস সালাম বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরে প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদুর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৯ জানুয়ারি প্রেসক্লাবের বার্ষিক ভোজ ও প্রীতি সম্মেলন ঐতিহাসিক মহাস্থানগড়ে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
 
এ উপলক্ষে খাদ্য উপ-কমিটি, র‌্যাফেল ড্র উপ-কমিটি ও খেলাধুলার জন্য ক্রীড়া উপ-কমিটি গঠন করা হয়। সভায় দ্রুত প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয়ে আলোচনাও করা হয়।

সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, জিয়া শাহীন, আব্দুর রহিম বগরা, যুগ্ম-সম্পাদক জিএম সজল, আব্দুস সালাম বাবু, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত সানু, সাহিত্য সম্পাদক জেএম রউফ, ক্রীড়া সম্পাদক জাফর আহমেদ মিলন, নির্বাহী সদস্য রেজাউল হাসান রানু, মোহন আখন্দ, ঠান্ডা আজাদ, আরিফ রেহমান, আমজাদ হোসেন মিন্টু, মীর্জা সেলিম রেজা, রউফ জালাল, সাজ্জাদ হোসেন পল্লব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এমবিএইচ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।