ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে মুক্তিযোদ্ধার ওপর হামলা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
ঝিনাইদহে মুক্তিযোদ্ধার ওপর হামলা, আটক ১ আহত মুক্তিযোদ্ধা ইউনুস আলী

ঝিনাইদহ: ঝিনাইদহে ইউনুস আলী নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। রোববার (১৫ জানুয়ারি) বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

আহত ইউনুস আলী জানান, বিকেলে সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের গোলাম হায়দারের ছেলে হিমেল ও তার দুই সহযোগী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক আহম্মেদের কাছে মুক্তিযোদ্ধাদের নামের তালিকার কপি দাবি করেন। সেসময় সিদ্দিক আহম্মেদ তালিকার কপি দিতে অস্বীকার করেন।

এসময় হিমেল ও তার সহযোগীরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড অফিসের সামনে থাকা মুক্তিযোদ্ধা ইউনুস আলীর সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে তারা বাঁশ দিয়ে ইউনুস আলীকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার ঘটনায় হিমেলের বড় ভাই হিল্লোলকে আটক করেছে পুলিশ।

মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক আহম্মেদ বাংলানিউজকে জানান, মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনা মোটেও কাম্য নয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় হিল্লোল নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।